Gach [গাছ] - Sanjeeb Chowdhury from Hridoypur Album (Dolchut)

 

খোলা আকাশ একটি গাছ

সবুজ পাতা একটি গাছ
স্মৃতির বৃক্ষ, পাতারা জানে মেঘের চাষ বাস।

কতো যে কথা, এইটুকু গাছ
কতো যে কান্না, এইটুকু গাছ
একটা সময়ের কিছু চিহ্ন
দাগ কেটে যায় কোথায় যেন
একটি গাছ, কেমন ভিন্ন, কতো যে ভিন্ন।

খোলা আকাশ একটি গাছ
সবুজ পাতা একটি গাছ
স্মৃতির বৃক্ষ, পাতারা জানে মেঘের চাষ বাস।

ভালোবাসা দাও, সবুজ বৃক্ষ
দুঃখে মাতাও ক্লান্ত বৃক্ষ
একটি শৈশব কিছু চিহ্ন
একটি কৈশোর কিছু চিহ্ন
ঘিরে থাকে, এইযে বৃক্ষ, ঐসে বৃক্ষ।

খোলা আকাশ একটি গাছ
সবুজ পাতা একটি গাছ
স্মৃতির বৃক্ষ, পাতারা জানে মেঘের চাষ বাস।

Love for Sanjeeb da with Shilpi Nasreen

#RaselOgraphy
Device used: Nikon D60 & Panasonic Lumix DMC FZ-70
Location: Pakenham, Victoria, Australia



Comments

Popular Posts