প্রজাপতিটা যখন তখন || আবিদা সুলতানা || projapoti ta jokhon tokhon || Abida Sultana
প্রজাপতিটা যখন তখন || আবিদা সুলতানা || projapoti ta jokhon tokhon || Abida Sultana
[Devise used: Panasonic Lumix DMC FZ-70; APRIL/2020; Pakenham, Victoria, Australia]
প্রজাপতি গানটার সাথে আমার প্রথম পরিচয় হয়তোবা ২০০৭ অথবা ২০০৮ এ মোবাইল ফোনের টোনে। আমার এক ছোট বোন সুমাইয়া ওর ফোনে গানটার রিংটোন করেছিলো। একদিন ওকে ফোন দিয়ে গানটা বেশ ভালো লেগে যায়। মাঝে মাঝে যখন গান তা শুনতে খুব ইচ্ছা হতো, আমি ওকে ফোন দিয়ে গানটা শুনতাম।
সেই থেকে আমি সুমাইয়া কে প্রজাপতি বলেই ডাকি।
প্রজাপতিটা যখন তখন - আবিদা সুলতানা
[Projapoti ta jokhon tokhon - Abida Sultana]
Album: Arnob Jhal Muri
প্রজাপতিটা যখন তখন
উড়ে উড়ে ঘুরে ঘুরে
রাঙ্গা মেঘের মতন
বসে আমার আকাশ জুড়ে
যখন তখন
মাছরাঙ্গাটা ভাঙ্গালো ঘুম পদ্মপাতার
তাই একতারাটা
সুরের ঢেউয়ে কাটলো সাঁতার
আর প্রজাপতিটা
রাঙ্গালো পাখা জোছনা মাখা
মেঘের মতন যখন তখন
প্রজাপতিটা যখন তখন
উড়ে উড়ে ঘুরে ঘুরে
রাঙ্গা মেঘের মতন
বসে আমার আকাশ জুড়ে
যখন তখন
Comments
Post a Comment