রিক্সা কেনো আস্তে চলে না - Rikshaw Keno Aste chole na - Sanjeeb Choudhury

 



রিক্সা কেনো আস্তে চলে না 

এক পলকেই চলে গেলো
আহ! কিযে তার মুখখানা
রিক্সা কেনো আস্তে চলে না
না চলে না
রিক্সা কেনো আস্তে চলে না!

রিক্সা যাচ্ছে হাওয়ায় উড়ে
আমার হৃদয় তুচ্ছ করে
হায় পরমা
হায় পরমা মুখ ফিরিয়ে
একটা কিছু বলে না।

রিক্সা কেনো আস্তে চলে না
না চলে না
রিক্সা কেনো আস্তে চলে না!

বাতাস লেগে উড়ছে যে চুল
উড়ছে আঁচল সাদা সাদা ফুল
রিক্সায় দ্রুত
রিক্সায় দ্রুত চলে গেলে কেনো
কেনো আমার হলে না।

রিক্সা কেনো আস্তে
আস্তে চলে না
রিক্সা কেনো আস্তে চলে না!

এক পলকেই চলে গেলো
আহ! কিযে তার মুখখানা
রিক্সা কেনো আস্তে চলে না
না চলে না
রিক্সা কেনো আস্তে চলে না!


Comments

Popular Posts