ভাল্লাগেনা - আহ্ [Vallagena - Sanjeeb Choudhury]

 

ভাল্লাগেনা 

[এলবাম - আহ্ ]

[Sanjeeb Choudhury]

আমার ভাল্লাগেনা ভাল্লাগেনা মনের অসুখ

আমার ভাল্লাগেনা ভাল্লাগেনা মনের অসুখ

সবাই বলে লোকটা নাকি পাগল পারা পাগল থাকুক

সবাই বলে লোকটা নাকি পাগল পারা পাগল থাকুক


 আমার জন্য শতেক বারণ 

প্রজাপতি ধরতে বারণ


ফুলের গন্ধ শুকতে বারণ

প্রেমে পড়া তাও বারণ

কেন সবাই বলে লোকটার সব বাড়াবাড়ি বারণ থাকুক

 

আমার ভাল্লাগেনা ভাল্লাগেনা মনের অসুখ

আমার ভাল্লাগেনা ভাল্লাগেনা মনের অসুখ

 

 বুকের মধ্যে উলুক ঝুলুক ওই মেয়েটি চক্ষু তুলুক


একা আছি ভীষণ একা, একটা কিছু নাহয় ঘটুক

কেন সবাই বলে লোকটা নাকি একলা  বাতিক একলা থাকুক।

 

আমার ভাল্লাগেনা ভাল্লাগেনা মনের অসুখ

আমার ভাল্লাগেনা ভাল্লাগেনা মনের অসুখ

সবাই বলে লোকটা নাকি পাগল পারা পাগল থাকুক

সবাই বলে লোকটা নাকি পাগল পারা পাগল থাকুক


Comments

Post a Comment

Popular Posts