সমুদ্র সন্তান - Somudro Sontan - Sanjeeb Choudhury
সমুদ্র সন্তান
ও পোড়া চোখ সমুদ্রে যাও,
সমুদ্র কী তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখাও।
বুক জুড়ে এই বেজান শহর
হা হা শূন্য আকাশ কাঁপাও,
আকাশ ঘিরে শংখচিলের
শরীর চেরা কান্না থামাও,
আকাশ ঘিরে শংখচিলের
শরীর চেরা কান্না থামাও।
সমুদ্র কী তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখাও।
চোখটা এতো পোড়ায় কেন
ও পোড়া চোখ সমুদ্রে যাও,
সমুদ্র কী তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখাও।
আমি তোমার কান্না কুড়াই
কান্না উড়াই কান্না তাপাই,
কান্না পানি পান করে যাই
এমন মাতাল কান্না লিখি,
কান্না পানি পান করে যাই
এমন মাতাল কান্না লিখি।
সমুদ্র কী তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখি।
চোখটা এতো পোড়ায় কেন
ও পোড়া চোখ সমুদ্রে যাও,
সমুদ্র কী তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখাই।
কথাঃ সঞ্জীব চৌধুরী
Comments
Post a Comment