Skip to main content

Posts

Featured

Amar Janala আমার জানলা Anjan Dutt

  Amar Janala Anjan Dutt আমার জানলা দিয়ে আমার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায় একটু বর্ষা, একটু গ্রীষ্ম, একটুখানি শীত সেই একটুখানি চৌকোছবি আঁকড়ে ধরে রাখি আমার জানলা দিয়ে আমার পৃথিবী। সেই পৃথিবীতে বিকেলের রং হেমন্তে হলুদ সেই পৃথিবীতে পাশের বাড়ির কান্না শোনা যায় পৃথিবীটা বড়ই ছোট আমার জানালায় আমার জানলা দিয়ে আমার পৃথিবী সেই পৃথিবীতে বাঁচবো বলে যুদ্ধ করি রোজ একটুখানি বাঁচার জন্য হাজার আপোষ সেই পৃথিবীর নাম কলকাতা কী ভারত জানিনা তুমি তোমার পৃথিবীর নামটা জান কী তুমি বলবে আমার তুমি বলবে আমার বেনিয়াপুকুর তোমার বেহালা তুমি গন্ডি কেটে দেখিয়ে দেবে পশ্চিমবাংলা হয়তো কেরালার আকাশ আরেকটু বেশি নীল তবুও সেটাও কী নয় আমার পৃথিবী আমার জানলা দিয়ে যায় না দেখা ইসলামাবাদ শুধু দেখি আমি রোজ আমার পাশের বাড়ির ছাদ একটা হলদে শাড়ি শুকোচ্ছে আজ মোজার রংটা নীল আজ পৃথিবীটা বড়ই রঙিন কেউ জানলা খুলে অ্যালাবামায় বাংলা গান গায় কেউ পড়ছে কোরান বসে তার জাপানী জানালায় কেউ জানলা খুলে অ্যালাবামায় বাংলা গান গায় কেউ পড়ছে কোরান বসে তার জাপানী জানালায় তুমি হিসেব করে বলতে পার প্যারিসের সময় কিন্তু কার জানালায় কে কি দ্যাখে হিসেব করা যায়

Latest Posts

Narcissus (Daffodil) নারসিসাস (ড্যাফোডিল)

Morning Light at Pakenham - সূর্য্য বলল ইস! আমি উঠলাম ভাগ্যিস