Portrait RaselOgraphy COVID19

 

২০২০ বাসায় বসেই সময়টা কেটে যাচ্ছে। সেই মার্চ থেকে বসে আছি। খুব একটা খারাপ হয়েছে তা বলবো না। পরিবার কে অনেক সময় দিতে পারছি। যদিও বিদেশ জীবনে আমাদের ছোট্টো পরিবার কে সময় দেয়া ছাড়া আর কিছুই করার থাকে না। বাসায় থাকার এই সুযোগটা আমি ক্যামেরাগ্রাফি করে যাচ্ছি, শিখতে চেষ্টা করছি ক্যামেরার কারুকাজগুলি।

এই সময়ে আমার নেয়া কিছু পোর্টেট তোমাদের সবার সাথে শেয়ার করছি।
ছবিতে আমার দুই বাচ্চা আরিব আর আজরা।

#RaselOgraphy
Location: Victoria, Australia
Raisul Haque বন্ধুকে ধন্যবাদ আমার RaselOgraphy signature টা বানিয়ে দেয়ার জন্য।




Comments

Popular Posts